শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭

Shotto(সত্য) By Warfaze From Lyrics The Album of Shotto(সত্য)

Shotto (সত্য) By Warfaze From The Album Shotto Lyrics

Band : Warfaze
Album : Shotto(সত্য)

যত সাজানো গল্পে, চাকচিক্যের আড়ালে
লুকানো সত্য নীরবে কেঁদেছে, নীরবে কেঁদেছে
লোভনীয় বিকল্পে, ধাঁধানো মিথ্যার মায়াজালে

বেনিয়ার যে নকশায়
পৃথিবী রঙ বদলায়
বিপণন জীবন অবলীলায়…

গোপনীয় অবক্ষয়, মানবেতর প্রাণের অনুনয়
বিকারী তথ্য সকল বাঁধ ভেঙেছে
সাধারণের ধিক্কার, সাদা মোড়কে লুন্ঠিত সুবিচার

বেনিয়ার যে নকশায়
পৃথিবী রঙ বদলায়
বিপণন জীবন অবলীলায়…

Agami ( আগামী) By Warfaze From The Album Shotto Lyrics

Agami (আগামী) By Warfaze From The Album Shotto Lyrics

Album : Shotto(সত্য)
Band : Warfaze

ধ্বংসের সীমানায়, স্বপ্নে সাজানো আঙিনায়
তুমি কি উন্নত শিরে দাঁড়িয়ে স্বাধীনতায়
বেদনা ভুলে যাই, যখনই তোমাদের খুঁজে পাই
রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দী চেতনা
শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়।

তুমি আশা আগামী, অশ্রু ধোয়া আগামী
দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই
তুমি আশা আগামী, মোহিত স্বপ্নে আমি
সোনালী দিনের আশায় প্রতীক্ষার দৈর্ঘ বাড়াই
বেদনার ধূসর বালুচরে।

তুমি কি কেঁদেছ যখনই অপমান দেখেছ
যখনই এই বাংলা সয়েছে কালিমা অবহেলায়
পরাজয় মুছে যায় তোমার দৃপ্ত পদচারনায়
নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা
শোষিতের বিজয়ের কালে বিকশিত মনের কামনায়।

রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দি চেতনা
নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা
সংকীর্ণতা ভাঙলে এদেশ হবে ঋদ্ধ ঠিকানা
শোষনের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়।

oporup bishmoy lyrics,অপরুপ বিস্ময় লিরিকস। Warfaze lyrics

অপরুপ বিস্ময়
Band : Warfaze
Lyrics & tune : Ibrahim Ahmed Kamal
Vocal : Palash Noor
Year : 2017

রাতের ছায়ায় ধরণী নিথর..
বিষাদ মনে সবকিছু ধূসর..।
কত যে স্মৃতি মনে পড়ে এখন..
হঠাৎ কেন তোমার স্মৃতি স্মরণ..।
জানিনা কোথায় কিভাবে আছো...
ভাবি আমি আজ কোন সুরে বাজো..।
এসেছিলে আঁধার হয়ে আলো...
বিদায় পর্বে হারালো হৃদয় কালো...।
দিয়ে ছিলে কথা আমায় তুমি আমারই রবে..।
এই দূর্যোগের ভবে,রবো দুজনায়
বলেছিলে হও আমার, থেকো আমারই সারাকাল..
শত তান্ডবের মাঝে রবো দুজনায়
ভীরু চোখে প্রথম দেখা অপূর্ণ স্পর্শ লুকিয়ে
কত কাতরতায় কি অপরুপ বিস্ময়ে এসেছিলে
ভীরু পায়ে নূপুর ছন্দে তোমার চুলের মাতাল ঘ্রানে
কত মাদকতায় তুমি মায়ার আশ্রয়ে এসেছিলে,,,

যাবার সময় দেখালে যুক্তি গুলো
নিলাম মেনে ধরণী এলোমেলো
ভাবিনি কখনো ফিরে আসো আবার
হৃদয়ে ক্ষত সারে দ্রুত বারেবার
পারিনি রাখতে ধরে তোমায় নব স্বপ্ন থেকে
তুমি নড়ো নি একবার,চলে গেলে…..
বলেছিলে হও আমার, থেকো আমারই সারাকাল..
শত তান্ডবের মাঝে রবো দুজনায়,,,,,,,

তোর প্রেমেতে অন্ধ হলাম । সত্তা। জেমস। লিরিকস

শিল্পী :জেমস
সুরকার :বাপ্পা মজুমদার
গীতিকার : সোহানী হোসেন
অ্যালবাম : সত্তা
বছর : ২০১৭

তোর প্রেমেতে অন্ধ হলাম , কি দোষ দিবি তাতে,
বন্ধু তোকে খুঁজে বেড়াই , সকাল-দুপুর-রাতে।
তোর প্রেমেতে অন্ধ হলাম , কি দোষ দিবি তাতে,
বন্ধু তোকে খুঁজে বেড়াই , সকাল দুপুর রাতে।
আগুন জেনেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাপ।
তোর আমার প্রেমে ছিলোরে বন্ধু, ছিলো পুরাটাই পাপ।
তোর প্রেমেতে অন্ধ হলাম ,কি দোষ দিবি তাতে ,
বন্ধু তোরে খুঁজে বেড়াই , সকাল – দুপুর – রাতে ।

তোর কারনে ভুললাম আমি ,গোত্র জাতি কুল ,
কাঁটার সাথে করলাম সন্ধি , পায়ে পিষে ফুল ।
তোর কারনে ভুললাম আমি ,গোত্র জাতি কুল ,
কাঁটার সাথে করলাম সন্ধি , পায়ে পিষে ফুল ।
কেমন করে সইবো আমি ,প্রেম আগুনের তাপ ,
তোর আমার প্রেমে ছিলো রে ,বন্ধু ছিলো পুরোটাই পাপ ।
কেমন করে সইবো আমি ,প্রেম আগুনের তাপ ,
তোর আমার প্রেমে ছিলো রে ,বন্ধু ছিলো পুরোটাই পাপ ।

পথ হারানো পথিক হলাম , সব হারিয়ে নিঃস্ব ।
তোর আমার এই প্রেমের , কি দাম দেবে বিশ্ব ।
পথ হারানো পথিক হলাম , সব হারিয়ে নিঃস্ব ।
তোর আমার এই প্রেমের , কি দাম দেবে বিশ্ব ।

প্রেমের নামে কিনলাম আমি , নিঠুর অভিশাপ ,
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু ,ছিলো পুরোটাই পাপ ।

তোর প্রেমেতে অন্ধ হলাম , কি দোষ দিবি তাতে ,
বন্ধু তোরে খুঁজে বেড়াই , সকাল – দুপুর – রাতে ।

Shotto(সত্য) By Warfaze From Lyrics The Album of Shotto(সত্য)

Shotto (সত্য) By Warfaze From The Album Shotto Lyrics Band : Warfaze Album : Shotto(সত্য) যত সাজানো গল্পে, চাকচিক্যের আড়ালে লুকানো সত্য...